Monday, February 25, 2013

জাভা অ্যাপ্লিকেশন চালান আপনার Samsung Galaxy Y ফোনে !!!

Monday, February 25, 2013

আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন হল Samsung Galaxy Y .
Samsung Galaxy Y অ্যান্ড্রয়েড নির্ভর মোবাইল হওয়াতে এতে Normally জাভা অ্যাপ্লিকেশন চালানো যায়না । কিন্ত অনেকেই বিভিন্ন সময়ে জানতে চান কিভাবে Samsung Galaxy Y ফোনে জাভা অ্যাপ্লিকেশন চালাবেন । তাই আজ আপনাদের সাথে Samsung Galaxy Y ফোনে জাভা অ্যাপ্লিকেশন চালানোর উপায় শেয়ার করছি ।



>> প্রথমে এখান থেকে JBED.Zip ফাইলটি ডাউনলোড করুন এবং ফাইলটিকে আপনার মেমোরী কার্ডের মূল ফোল্ডারে রেখে দিন ।
>> এবার এবার এই ফাইলটি ডাউনলোড করুন এবং এই ফাইলটিকেও আপনার মেমোরী কার্ডের মূল ফোল্ডারে রেখে দিন ।>> এখন আপনার ফোনটিকে অফ করে Recovery Mood এ অন করুন ।
(Recovery Mood এ অন করতে Volume up + Home button + Power button একসাথে চেপে ধরে রাখুন ।)
>> Recovery Mood এ আপনি Volume up/ Volume Down কী ব্যবহার করতে পারবেন কেবলমাত্র উপর/নিচে যাওয়ার জন্য এবং Home button শুধুমাত্র Selection এর জন্য ।
>> এবার "apply update from sd card" এ ক্লিক করুন ।
>> এবার আপনি CWM.zip এই ফাইলটি খুঁজে বের করে Home button প্রেস করুন ।
>> এখন আপনার মোবাইলটি CWM Recovery তে Boot হবে ।
>> এখন "install zip from sd" এই লেখাটিতে ক্লিক করুন এবং সেখান থেকে প্রথম Option টি Select করে আপনার মেমোরী কার্ড থেকে Java SGY ফাইলটি দেখিয়ে দিন ।
>> এবার Home button প্রেস করুন । কোন কিছু জিজ্ঞাসা করলে Yes চাপুন ।
>> ইন্সটলেশন Complete হয়ে গেলে "Install from sdcard complete" এই লেখাটি দেখতে পাবেন ।
>> এবার Back বাটন প্রেস করে Reboot phone এই অপশনটি Select করুন ।
>> মোবাইলটি অন হলে মেনুতে Java নামে একটি icon দেখতে পাবেন ।
>> এখন থেকে আপনার Samsung Galaxy Y ফোনে জাভা অ্যাপ্লিকেশন চালাতে পারবেন ।


*** বি: দ্র: কেবলমাত্র Landscape গেম/অ্যাপ্লিকেশন সমূহই এই উপায়ে চালানো যাবে ।
*** অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসসমূহেও এই পদ্ধতিতে কাজ হতে পারে।
*** মোবাইলের কোন ধরনের ক্ষতির জন্য লেখক দায়ী থাকবেন না ।





» Comments : 4

Sunday, February 24, 2013

সিম্ফনি আনলো ৪.৩” স্ক্রিনের W80 আইসক্রিম স্যান্ডউইচ স্মার্টফোন !!!

Sunday, February 24, 2013

সিম্ফনি ডব্লিউ৮০ হচ্ছে একটি ৪.৩ ইঞ্চি ডব্লিউভিজিএ রেজুলেশনের (800×480 পিক্সেল) ডিসপ্লে বিশিষ্ট অ্যান্ড্রয়েড ফোন যাতে চলছে অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ। ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসরের পাশাপাশি এতে রয়েছে ৫১২ মেগাবাইট র‌্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। তবে আলাদা মেমোরি স্লটের মাধ্যমে মেমোরি স্টোরেজ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
 
 
ডব্লিউ ৮০ সেটে রয়েছে ০.৩ মেগাপিক্সেল সম্মুখবর্তী ও ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। ডেটা সার্ভিসেস হিসেবে জিপিআরএস, ওয়াই-ফাই ও এজ-এর পাশাপাশি ৩জির উল্লেখ থাকলেও এর মাধ্যমে ভিডিও কল করা যাবে না বলে উল্লেখ রয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ১৮০০ এমএএইচ ব্যাটারি, জিপিএস, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর ইত্যাদি।
 
মূল্য : ১২,৯৯০ টাকা মাত্র । 
 
বিস্তারিত কনফিগারেশন পাবেন এখানে




 
একনজরে এর বৈশিষ্ট্যসমূহ :
 
নেটওয়ার্ক:
  • ২ জি নেটওয়ার্ক : GSM 900 / 1800
  • ৩ জি নেটওয়ার্ক : HSPA 2100 (কিন্তু এটি দিয়ে কোন ভিডিও কল করা যাবে না)
  • Dual SIM (dual stand-by)

ডিসপ্লে:
  • টাইপ: ফুল টাচ স্ক্রিন
  • সাইজ: ৪.৩ ইঞ্চি ডব্লিউভিজিএ রেজুলেশনের (800×480 পিক্সেল)
  • মাল্টি টাচ:  ৫ আঙ্গুলেই ব্যবহার করা যাবে
ক্যামেরা:
  •  ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
  • ০.৩ মেগাপিক্সেল সম্মুখ ক্যামেরা
  •  অটোফোকাস
  • ভিডিও রেকডিং
সাউন্ড:
  • স্পিকার ফোন
  •  3.5 mm অডিও জ্যাক
মেমোরি:
  • ইন্টারনাল:  রম 4 গিগাবাইট,  র‌্যাম 512 মেগাবাইট
  • এক্সটারনাল:   মাইক্রো এসডি, ৩২ গিগাবাইট সাপোর্টেড
কানেক্টিভিটি:
  • জিপিআরএস
  • ইডিইজি
  • ওয়াইফাই 802.11 ওয়াইফাই হটষ্পট
  • ব্লুটুথ ভার্সন 3.0 সাথে A2DP
  • ইউএসবি
পাওয়ার ম্যানেজমেন্ট
  • ব্যাটারি: Li-Ion 1800 mAh
  • স্ট্যান্ড বাই:২১২ ঘন্টা
  • টক টাইম: ৬ ঘন্টা
অ্যান্ড্রয়েড বিষয়ক আরো টিপস ও এক্সক্লুসিভ সব অ্যান্ড্রয়েড অ্যাপস পেতে যোগ দিন এই ফেসবুক পেজে
» Comments : 1

Wednesday, February 20, 2013

খুব সহজেই রুট করুন আপনার Symphony W60 অ্যান্ড্রয়েড ফোন !

Wednesday, February 20, 2013

আপনার Symphony W60 অ্যান্ড্রয়েড  মোবাইলটি রুত করতে নিচের প্রক্রিয়া অনুসরণ করুন :



>> প্রথমেই আপনার ফোন এর Settings>Developer Options এ যেয়ে USB Debugging On চালু করুন




>> এখন ফোনটি আপনার পিসিতে কানেক্ট করুন এবং Notification থেকে USB Options এ গিয়ে Media D
eviceটি Select করুন

>> এখান থেকে আপনার ফোন এর Driver-টি ডাউনলোড করে ইন্সটল করুন।


>> তারপর এই সফটওয়্যারটি ডাউনলোড করুন

>> root_mt6575.rar ফোল্ডার-টি Extract করে তার ভিতর থেকে TPsparkyroot.bat ফাইল-টি ওপেন করুন এবং তারপর সফটওয়ারের নির্দেশনা অনুযায়ী রুট করুন ।

>> এ পর্যায়ে আপনার ফোন Restart নিবে। ভয় পাবেন না। প্রায় ৩ বার Restart নেওয়ার পর Root হবে।
 


*** রুট করলে আপনার ফোনের ওয়ারেন্টি নষ্ট হয়ে যাবে ।  
» Comments : 0

১৪ মার্চ স্যামসাং গ্যালাক্সি এস ৪’র মোড়ক উন্মোচন !!!

চলতি বছরের অধিক প্রত্যাশিত এবং অপেক্ষিত পণ্যের একটি স্যামসাং ‘গ্যালাক্সি এস ফোর’। পণ্যটির আনুষ্ঠানিক প্রকাশ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যমগুলোতে। এ মুহূর্তে নতুন খবর বেরিয়েছে আগামী ১৪ মার্চ মোড়ক খুলছে গ্যালাক্সি এস ফোরের। সুত্র মতে, কোরিয়ান জায়ান্ট ফ্ল্যাগশীপ পণ্যটি নিউইয়র্কের এক অনুষ্ঠানে প্রকাশের প্রত্যাশা করছে।

এছাড়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস - ২০১৩ ইভেন্টটি খুবই নিকটে যেটাও ইঙ্গিত বহন করছে গ্যালাক্সি এস ফোর প্রকাশের। যেহেতু স্যাসমাং ফ্ল্যাগশীপ পণ্যগুলো সচারচর ইভেন্টে উন্মোচন করে থাকে।
রাশিয়াভিত্তিক মোবাইল-রিভিউ ওয়েবসাইটের ইলডার মুরতাজিন যিনি ব্লগার হিসেবেও পরিচিত পণ্যটি প্রকাশের দিন টুকেছেন ১৪ মার্চ আর সেই উদ্বৃত প্রকাশ হয়েছে স্যামমোবাইলে। সুত্রটি আরো জানিয়েছে, মুরতাজিন গ্যালাক্সি এস ফোর প্রসঙ্গে সুস্পষ্টভাবে কিছুই উল্লেখ করেনি। কিন্তু নিউইয়র্কের ইভেন্টে প্রকাশের জোর সম্ভাবনার কথা বলেছেন।
উল্লেখ্য, গ্যালাক্সি এস ফোর প্রসঙ্গে গুজবকৃত বৈশিষ্ট্যের তালিকায় রয়েছে- ৪.৯৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে যার পিক্সেলের আকার ১০৮০ বাই ১৯২০, ১.৯ গিগাহার্টজ কুয়ারডকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন, অ্যাডেরেনো ৩২০ জিপিইউ, ২ জিবি ৠাম, এনএফসি ও এলটিই সংযোগ, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, মাইক্রোএসডি স্লট এবং ১৩ মেগাপিক্সেলের মুল ক্যামেরা।

» Comments : 0

Tuesday, February 19, 2013

এবার আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালান আপনার অ্যান্ড্রয়েড ফোনে !!!

Tuesday, February 19, 2013

আজ আপনাদের জন্য হাজির হলাম অ্যান্ড্রয়েড ফোনে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালানোর ট্রিক্স নিয়ে ।
অনেকেই হয়তো প্রক্সি ব্যবহার করে মোবাইলে ফ্রি ইন্টারনেট চালাচ্ছেন ।
কিন্তু প্রক্সি ব্যবহার করে আপনি শুধুমাত্র নির্দিষ্ট Browser দিয়েই ফ্রি ইন্টারনেট চালাতে পারেন । কিন্তু Play Store বা অন্যান্য Browser যেমন : Chrome, Dolphin, Firefox ইত্যাদি দিয়ে ইন্টারনেট চালাতে পারেন না ।

আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম অ্যান্ড্রয়েড ফোনে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালানোর ট্রিক্স !

>> প্রথমে এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করুন ।
>> ফাইলটি আনজিপ করুন ।
>> এর ভিতরের Tun.ko Installer ফাইলটি ইন্সটল করুন ।
>> সুপার ইউজার পারমিশন চাইলে গ্রান্ট করুন।
>> চারটি বক্সেই টিক দিন।
>>  install প্রেস করুন। কিছু সময় অপেক্ষা করুন।
>> মিনিমাইজ করে বের হয়ে আসুন ।
>>  এবার droidvpn ইন্সটল করুন ।
>> এখান থেকে অ্যাকাউন্ট Register করে নিন ।
>> droidvpn এ Email এবং Password দিয়ে Start বাটনে ক্লিক করুন ।
>> নিচের মতো Screen দেখতে পাবেন ।



>> Upgrade Later এ ক্লিক করে মিনিমাইজ করে বের হয়ে আসুন ।
>> এবার উপভোগ করতে থাকুন আনলিমিটেড ফ্রি ইন্টারনেট !!!

ও হ্যাঁ ! আরেকটি কথা , আপনি একটি অ্যাকাউন্ট থেকে দৈনিক ১০০ MB এর বেশি ডাউনলোড করতে পারবেননা ।
দৈনিক ১০০ MB এর বেশি ডাউনলোড করতে চাইলে একাধিক অ্যাকাউন্ট Register করে নিন ।

*** N.B. :
>>   অবশ্যই GP সিম ব্যবহার করুন ।
>> আপনার ফোনটি অবশ্যই রুট করা হতে হবে ।
>> আপনার  SD কার্ডে  tun.ko  নামের একটি ফাইল দেখবেন। এটা কখনোই ডিলিট করবেন না।
>> ইন্টারনেট ব্যবহারের সময় অবশ্যই মোবাইল ডাটা অন রাখুন ।
>> ভালো স্পীড পেতে যেকোনো একটি ইন্টারনেট মিনিপ্যাক ব্যবহার করুন ।
>> সাবধানতার জন্য সিমে কোন টাকা না রাখাই ভালো ।
» Comments : 4

Tuesday, January 29, 2013

গ্রামীনফোন ইন্টারনেট ম্যাজিকের সাথে SYMPHONY স্মার্টফোনের দারুণ কম্বিনেশন !!!

Tuesday, January 29, 2013

অবিশ্বাস্য দামে SYMPHONY W20 - মাত্র ৫,১৫০ টাকা !!!
সাথে ৫০০ মেগাবাইট ইন্টারনেট মাত্র  ৬০ টাকা এবং 4 GB মেমোরী কার্ড একদম ফ্রি !!!
কী আছে  SYMPHONY W20 এ -
>> Operating System: Android 2.3 Ginberbread
>> 3.5" TFT Capacitive Full Touch
>> HVGA  Display
>> Camera: 2MP
>> 1 GHz Preocessor
>> ROM 512 MB & RAM 256 MB
>> Proximity Sensor, G-Sensor, SNS Application


অফারের বিস্তারিত :

  • ৩০ জানুয়ারী থেকে পরবর্তী ঘোষণা পর্যন্ত গ্রামীণফোনের সকল নতুন এবং বর্তমান গ্রাহকগণ সিম্ফনি W20 স্মার্টফোন কিনে এই অফারটি উপভোগ করতে পারবেন।
  • যোগ্য গ্রাহকগণ ৬০  টাকায় (ভ্যাট প্রযোজ্য) ৩০ দিন মেয়াদে ৫০০   MB ইন্টারনেট সুবিধা পাবেন।
  • অফার চলাকালীন সময় গ্রাহকগণ তাদের নতুন কেনা সিম্ফনি W20 স্মার্টফোন থেকে ৪৭২৪ নম্বরে (ফ্রি) ডায়াল করে ট্যাগ করতে পারবেন। ট্যাগিং এর ৭২ ঘণ্টা পর রেজিস্ট্রেশনের জন্য Y লিখে ৮৪২৬ নম্বরে (ফ্রি) এসএমএস করতে হবে।
  • প্রথম ট্যাগিং এরপর থেকে পরবর্তী ৩ মাসে সর্বোচ্চ ১০ বার ৬০  টাকায় (ভ্যাট প্রযোজ্য) ৫০০   MB ইন্টারনেট সুবিধা গ্রহণ করতে পারবেন।
  • ৫০০   MB ইন্টারনেট সুবিধা পেতে কাস্টমারকে অবশ্যই বান্ডেলের ফোন এবং সিমটি পরবর্তী  ৩ মাস চালু রাখতে হবে।
  • একজন ব্যবহারকারী কর্তৃক একাধিক ট্যাগিং সম্পন্ন হলে, প্রথমটিই শুধুমাত্র গ্রহণযোগ্য হবে।
  • যদি কোন প্রিপেইড গ্রাহক এক প্যাকেজ থেকে অন্য প্যাকেজে মাইগ্রেট করেন, সেক্ষেত্রে প্রাপ্ত সুবিধাদিও মাইগ্রেট হবে।
  • ক্যাম্পেইন চলাকালীন সময়েও একজন কাস্টমার ট্যাগ করতে পারবেন।
  • সরাসরি ডায়াল কিংবা এসএমএস এর মাধ্যমে বোনাস চেক করা যাবে। পোস্টপেইড গ্রাহকগণ ব্যালেন্স চেক করতে Entry Data লিখে ৪৭৭৭ নম্বরে সেন্ড করতে হবে (ফ্রি)। প্রিপেইড গ্রাহকগণ সরাসরি *৫০০*৬০# (ফ্রি) ডায়াল করেই ব্যালেন্স জানতে পারবেন।
  • কোন প্রিপেইড গ্রাহক এক প্যাকেজ থেকে অন্য প্যাকেজে মাইগ্রেট হলে, সেক্ষেত্রে অব্যবহৃত ইন্টারনেট সুবিধাও মাইগ্রেট হবে।
  • চলতি P2 / P3 ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকগণ এই ৫০০   MB  ইন্টারনেট সুবিধা নিতে পারবেন না।
  • বোনাস প্রদানের সময় কোন সাবস্ক্রাইবারকে বার্‌ড স্ট্যাটাস পেলে ইন্টারনেট সুবিধা প্রদান করা হবে না।
  • পোস্টপেইড এর ক্ষেত্রে অব্যবহৃত ইন্টারনেট ভলিউম চলতি প্যাকেজের সাথে যুক্ত হবে না। মেয়াদ শেষেও নির্দিষ্ট মেয়াদে ইন্টারনেট ভলিউম ব্যবহার করা যাবে।
  • প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে অব্যবহৃত ভলিউম চলতি প্যাকেজের সাথে যুক্ত হবে।
  • চলতি ইন্টারনেট সুবিধার মেয়াদ যদি ৫০০   MB  ইন্টারনেট সুবিধার মেয়াদকাল থেকে কম হলে সর্বোচ্চ মেয়াদকালকেই সময়সীমা হিসেবে ধরে নেয়া হবে। সেক্ষেত্রে চলতি ইন্টারনেট প্যাকেজটি বর্ধিত মেয়াদকালের জন্য অটো রিনিউ হয়ে যাবে।
  • মেয়াদকাল শেষ হবার আগেই ৫০০   MB ইন্টারনেট শেষ হলে, মেয়াদের শেষ পর্যন্ত এবং অন্য কোন ইন্টারনেট প্যাকেজ গ্রহণের পূর্ব পর্যন্ত 0.01/10KB হারে চার্জ প্রযোজ্য হবে।
  • কোন নন ইন্টারনেট ইউজার (যিনি কোন ইন্টারনেট প্যাকেজের সাথে যুক্ত নন) অফারটি পেলে, মেয়াদকাল শেষে সাবস্ক্রাইবার ডিঅ্যাক্টিভ হবেন এবং ইন্টারনেট ভলিউম ব্যবহার করতে চাইলে 0.01/10KB হারে চার্জ প্রযোজ্য হবে।
  • অফারটি বন্ধ করতে STOP লিখে ৫০০০ নম্বরে সেন্ড করতে হবে (ফ্রি)।

» Comments : 0
 

Go to Top

Template Designed by TJ Nahid | Powered by Blogger