Monday, July 30, 2012

PC থেকে YouTube ভিডিও ডাউনলোডের অনন্য সাধারন পদ্ধতি !!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?
আজ আপনাদের সাথে শেয়ার করছি PC থেকে YouTube থেকে Video ডাউনলোডের অনন্য সাধারন একটি Extension.
এর সবথেকে বড় সুবিধাটি হলো এটি যেকোনো Browser এ কাজ করে ।

তো আর দেরি কেন, এখনি ডাউনলোড করে নিন Extension টি আর অনায়াসেই ডাউনলোড করুন YouTube Videos.
যে সকল Browser এ এটি Support করে :
  • OS: Windows, Mac OS and Linux.
  • Opera: 11
  • Safari: 5+
  • Chrome: 6+
  • Firefox: 3.6+
  • IE: 7+
নিচের লিঙ্ক থেকে আপনার Browser অনুযায়ী Extension টি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এরপর যেকোনো YouTube Video লিঙ্কে প্রবেশ করলে নিচের দিকে ডাউনলোড Option দেখতে পাবেন। সেখান থেকে ভিডিওটি আপনার পছন্দের ফরম্যাটে ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিঙ্ক :

যোগ দিতে পারেন আমাদের ফেসবুক পেজে   ।

Share this article :

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোস্ট

     

    Go to Top

    Template Designed by TJ Nahid | Powered by Blogger