Saturday, July 28, 2012

নিজের অথবা অন্যের IP Address এবং অবস্থান জানুন ইন্টারনেট থেকে !!!

আসসালামু আলাইকুম । আমাদের অনেক সময় বিভিন্ন কাজে নিজের IP Address জানার প্রয়োজন হয় ।  
অথবা এমন হতে পারে- আপনি কারো IP Address জানেন কিন্ত এটির পজিশন (এটি কোন জায়গা থেকে ব্যবহার করা হচ্ছে) জানা প্রয়োজন। আপনি খুব সহজেই এটা জেনে নিতে পারেন। আইপি জানার অনেকগুলা পদ্ধতি আছে। আমি কিছু নিয়ে আলোচনা করব

ইন্টারনেট থেকে নিজের IP Address  জানার উপায় :
ইন্টারনেট থেকে নিজের IP Address জানা বেশ সহজ। আপনি নানা উপায়ে তা জানতে পারেন।
আপনি Google এর সার্চ বক্সে IP লিখে সার্চ করুন, দেখবেন আপনার সার্চ রেজাল্টের শুরুতেই Internet Protocol version 4 লেখাটি এবং এর পাশে আপনার IP Address চলে আসবে। এর পাশে Learn More লিখাটিতে ক্লিক করে আপনি  IP  টি কোথা থেকে ব্যবহার করা হচ্ছে এটা জানতে পারবেন


নিজের IP  জানার  আরো কিছু ওয়েব সাইটঃ



কোন কারনে আপনার কোন IP Address এর পজিশন(এটি কোন জায়গা থেকে ব্যবহার করা হচ্ছে) জানার প্রয়োজন হতে পারে। এর জানার জন্য আপনি এই সাইটিতে গিয়ে সার্চ বক্সে IP Address টি লিখে সার্চ করুন। আপনি যা জানতে চাচ্ছেন তা পেয়ে যাবেন

আশা করি আপনার নিজের IP Address খুঁজে বের করতে আপনাদের আর কোন সমস্যা হবে না
সবাই ভালো থাকবেন ।
Share this article :

1 comment:

  1. আসুন প্রতিদিন একটি ভালো কাজ করি, আর ভালো Page গুলোতে Like দিয়ে Page গুলোকে FaceBook এ বাঁচিয়ে রাখি

    "ভিন্নধর্মী এক পেইজ।
    A huge collection.
    All in one.

    যারা ফেইসবুকের বিভিন্ন ধরণের গল্প, কবিতা, জোকস বা বিভিন্ন জনের Wall post or Comment পড়তে ভালোবাসেন। কিন্তু ফেইসবুকে বেশী সময় দিতে পারেন না বলে এই সকল গল্প বিভিন্ন জনের Wall post or Comment মিস করে থাকেন। তাদের কে বলছি আজ থেকে কোন গল্প বা কোন লেখা মিস হবে না যদি এই পেইজে Like দেন।

    কারণ এই পেইজটি সাজানো হচ্ছে বিভিন্ন page এর Comment, গল্প নিয়ে।

    Page থেকে একবার ঘুরেই আসুন। আর Like দেয়া না দেয়া তো আপনার হাতেই থাকছে।

    বিঃদ্রঃ - প্রতিদিন একটি করে গল্প দেয়া হয়।

    ReplyDelete

সাম্প্রতিক পোস্ট

     

    Go to Top

    Template Designed by TJ Nahid | Powered by Blogger