Monday, July 30, 2012

একই Browser দিয়ে একসাথে Log in করুন দুই বাঁ ততোধিক ফেসবুক Account এ, তাও আবার মোবাইল থেকে !!!

আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই একাধিক ফেসবুক Account আছে। তবে একসাথে একাধিক ফেসবুক Account এ Log in করতে হয়তো পারিনা। কিন্ত আজ আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করছি যার মাধ্যমে আপনি অনায়াসেই আপনার মোবাইল থেকেই একসাথে একাধিক ফেসবুক Account এ Log in করতে পারবেন।
এর জন্য যা প্রয়োজন :
>> Opera Mini New Mod Version
কার্যপদ্ধতি :
>> প্রথমে আপনার Opera Mini Mod Browser এ প্রবেশ করুন
>> এরপর আপনার ফেসবুক Account এ প্রবেশ করুন
>> এবার এই Option এ যান Menu > Page > Link > Open In New Private
>> এবার দেখুন নতুন Log in পেজ এসেছে। এই পেজে আপনার অন্য Account এর Email আর Password দিয়ে Log in করুন ।



তো আর কী চিন্তা ? এখন থেকে একাধিক ফেসবুক Account চালান একসাথে ।
*** আপনি এই পদ্ধতিতে Twitter, Xtgem, Wapka, Forum সহ বিভিন্ন সাইটে Log in করতে পারবেন ।

 Opera Mini Mod ডাউনলোড করুন এখান থেকে ।
সবাই ভালো থাকবেন ।
Share this article :

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোস্ট

     

    Go to Top

    Template Designed by TJ Nahid | Powered by Blogger