Saturday, August 4, 2012

একটি ছোট্ট ট্রিক্স - ফেসবুকে আনলিমিটেড Blank Post করুন!!!

Saturday, August 4, 2012


ফেসবুকে  আনলিমিটেড Blank Post  করতে চাইলে
শুধুমাত্র নিচের অংশটুকু লিখে ফেসবুকের স্ট্যাটাস হিসেবে পোষ্ট করুন

@[0:0: ]

পরের Blank Status গুলোর জন্য শুধুমাত্র Space বাড়ান
@[0:0:      ]
তার পরেরটা আরও  স্পেস বাড়ান
যেমনঃ @[0:0:                ]
*** আপনারা এই কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন

যোগ দিন আমাদের ফেসবুক পেজে ।  
» Comments : 1

উইন্ডোজ সেভেনের স্টার্ট মেনুতে রান অপশন যোগ করুন !!!

আসসালামু আলাইকুম । সাধারণত উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে স্টার্ট মেনুতে RUN অপশন থাকে না। উইন্ডোজ সেভেন এর স্টার্ট মেনুতে RUN অপশন যোগ করতে কি-বোর্ড থেকে Windows key চেপে রেখে R চাপুন এখন যে বক্স আসবে তাতে  gpedit.msc লিখে ইন্টার চাপুন। এখন User Configuration / Administrator Templates অপশনে যান। এরপর Start Menu and Taskbar অপশনে ক্লিক করুন। এখন ডানে সবার নিচে Add the Run command to the Start Menu অপশনে ডান ক্লিক করে Properties-এ যান। এবার অপশনটি Enable করে Ok দিন। এর পর থেকে স্টার্ট মেনুতে গেলে রান অপশন পাবেন।

এই পদ্ধতিটি উইন্ডোজ ভিসতা অপারেটিং সিস্টেমেও কাজ করবে । 

যোগ দিন আমাদের ফেসবুক পেজে ।  
» Comments : 0

Friday, August 3, 2012

ফেসবুকে স্ট্যাটাস লিখুন নীল রঙে সাথে কমেন্টও !!!

Friday, August 3, 2012

ফেসবুকে নীল রঙের স্ট্যাটাস  দিবেন কমেন্ট করবেন যেভাবে :
অতি সহজেই ফেসবুকে নীল রঙের স্ট্যাটাস  দিতে চাইলে অথবা কমেন্ট করতে চাইলে শুধুমাত্র নিচের পদ্ধতি অনুসরন করুন :
নিচের অংশটুকু লিখে  ফেসবুকের স্ট্যাটাস অথবা কমেন্ট হিসেবে পোষ্ট করুন
@@[1:[0:1:  Your Text]]


Your Text  এর পরিবর্তে আপনার স্ট্যাটাস বা কমেন্ট লিখুন
লক্ষ্য করে দেখুন  আপনার পোষ্টটি  Blue Color  হয়েছে

যোগ দিন আমাদের ফেসবুক পেজে । 
» Comments : 3

Monday, July 30, 2012

উইকিপিডিয়ার নিবন্ধ থেকে তৈরী করুন ই-বুক !!!

Monday, July 30, 2012

জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার নিবন্ধ থেকে খুব সহজেই তৈরী করুন ই-বুক
ই-বুক তৈরি করতে চাইলে উইকিপিডিয়ার ওয়েবসাইটে ঢুকে যে নিবন্ধটি ই-বুক করতে চান, সেই নিবন্ধের পাতায় ঢুকুন। এবার বাঁ পাশের প্যানেল থেকে Print/Export -এর Create a Book- ক্লিক করুন।
এখন Book Creator পেজে Start Book Creator বাটনে ক্লিক করে Add this page to your book-এ ক্লিক করুন, তাহলে তা ডানের Show book- যুক্ত হবে এবং পেজে/ নিবন্ধের সংখ্যা দেখাবে।
এভাবে ইচ্ছামতো পেজ/ নিবন্ধ যুক্ত করতে পারবেন।

 
চাইলে যুক্ত করা পেজ Remove this page from your book বাটনে ক্লিক করে মুছে দিতে পারবেন। পেজ যুক্ত করা শেষে Show book (? pages)-এই লিংকে ক্লিক করে ই-বুকের টাইটেল, সাবটাইটেল ইত্যাদি দিয়ে প্রয়োজন অনুযায়ী অধ্যায় (Chapter) তৈরি করুন ।
এখন ড্রাগ-ড্রপ করে, নিবন্ধ ওপরে-নিচে নিয়ে, প্রয়োজনে নিবন্ধ মুছে ফেলে ডানের Download  অপশন থেকে ফাইল ফরম্যাট নির্বাচন করে Download  বাটনে ক্লিক করলে Rendering হবে  (PDF তৈরি) এবং Download the File লেখা লিংক আসবে
ওই লিংকে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ই-বুক ডাউনলোড করে নিন

যোগ দিতে পারেন আমাদের ফেসবুক পেজে   ।

» Comments : 0

PC থেকে YouTube ভিডিও ডাউনলোডের অনন্য সাধারন পদ্ধতি !!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?
আজ আপনাদের সাথে শেয়ার করছি PC থেকে YouTube থেকে Video ডাউনলোডের অনন্য সাধারন একটি Extension.
এর সবথেকে বড় সুবিধাটি হলো এটি যেকোনো Browser এ কাজ করে ।

তো আর দেরি কেন, এখনি ডাউনলোড করে নিন Extension টি আর অনায়াসেই ডাউনলোড করুন YouTube Videos.
যে সকল Browser এ এটি Support করে :
  • OS: Windows, Mac OS and Linux.
  • Opera: 11
  • Safari: 5+
  • Chrome: 6+
  • Firefox: 3.6+
  • IE: 7+
নিচের লিঙ্ক থেকে আপনার Browser অনুযায়ী Extension টি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এরপর যেকোনো YouTube Video লিঙ্কে প্রবেশ করলে নিচের দিকে ডাউনলোড Option দেখতে পাবেন। সেখান থেকে ভিডিওটি আপনার পছন্দের ফরম্যাটে ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিঙ্ক :

যোগ দিতে পারেন আমাদের ফেসবুক পেজে   ।

» Comments : 0

জেনে নিন কিছু প্রয়োজনীয় File Extensions এর পূর্ণরূপ

আসসালামু আলাইকুম। বিভিন্ন সময়ে আমরা নানা ধরণের File Extensions দেখতে পাই, যেমন- JPG, SIS, MP4 প্রভৃতি। আমাদের অনেকের এসব Extensions এর পূর্ণরূপ জানা থাকলেও হয়তো কারো কারো তা অজানা, তাদের জন্যই আমার এ পোস্ট। আশা করি সবার কাজে লাগবে।

নিচে কিছু File Extensions এবং এদের পূর্ণরূপ উল্লেখ করা হলো:

* AVI = Audio Video Interleave
* RTS = Real Time Streaming
* SIS = Symbian OS Installer File
* AMR = Adaptive Multi-Rate Codec
* JAD = Java Application Descriptor
* JAR = Java Archive
* 3GPP = 3rd Generation Partnership Project
* MP3 = MPEG layer lll
* MP4 = MPEG-4 video file
* AAC = Advanced Audio Coding
* GIF = Graphic Interchangable Format
* JPEG = Joint Photographic Expert Group
* BMP = Bitmap
* SWF = Shock Wave Flash
* WMV
= Windows Media Video
* WMA = Windows Media Audio
* WAV = Waveform Audio
* PNG = Portable Network Graphics
* DOC = Document (Microsoft Corporation)
* PDF = Portable Document Format
* IMY = iMelody Ringtone
* M3G = Mobile 3D Graphics
* M4A = MPEG-4 Audio File
* NTH
= Nokia Theme(series 40)
* THM = Themes (SonyEricsson)
* MMF = Synthetic Music Mobile Application File
* NRT = Nokia Ringtone
* XMF = Extensible Music File
* WBMP = Wireless Bitmap Image
* DVX = DivX Video
* HTML = Hyper Text Markup Language
* WML = Wireless Markup Language
* MPEG = Moving Picture Experts Group
আমার এ পোস্ট কারো উপকারে আসলে, আমার লেখা সার্থক হবে।

যোগ দিন আমাদের ফেসবুক পেজে   ।

» Comments : 0

একই Browser দিয়ে একসাথে Log in করুন দুই বাঁ ততোধিক ফেসবুক Account এ, তাও আবার মোবাইল থেকে !!!

আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই একাধিক ফেসবুক Account আছে। তবে একসাথে একাধিক ফেসবুক Account এ Log in করতে হয়তো পারিনা। কিন্ত আজ আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করছি যার মাধ্যমে আপনি অনায়াসেই আপনার মোবাইল থেকেই একসাথে একাধিক ফেসবুক Account এ Log in করতে পারবেন।
এর জন্য যা প্রয়োজন :
>> Opera Mini New Mod Version
কার্যপদ্ধতি :
>> প্রথমে আপনার Opera Mini Mod Browser এ প্রবেশ করুন
>> এরপর আপনার ফেসবুক Account এ প্রবেশ করুন
>> এবার এই Option এ যান Menu > Page > Link > Open In New Private
>> এবার দেখুন নতুন Log in পেজ এসেছে। এই পেজে আপনার অন্য Account এর Email আর Password দিয়ে Log in করুন ।



তো আর কী চিন্তা ? এখন থেকে একাধিক ফেসবুক Account চালান একসাথে ।
*** আপনি এই পদ্ধতিতে Twitter, Xtgem, Wapka, Forum সহ বিভিন্ন সাইটে Log in করতে পারবেন ।

 Opera Mini Mod ডাউনলোড করুন এখান থেকে ।
সবাই ভালো থাকবেন ।
» Comments : 0

বাড়িয়ে নিন আপনার Opera Mini এর Browsing Speed !!!

আসসালামু আলাইকুম। আপনার Opera Mini এর Browsing Speed বাড়াতে চান ?

এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন :

¤ প্রথমে আপনার address bar  এ type করুন  opera:config এবং OK press করুন।

¤ এখন যে Option গুল দেখতে পাবেন তা নিচের Settings অনুযায়ী পরিবর্তন করে নিন  —

>> Large placeholders for images = NO
>> Fit text to screen = YES
>> Loading timeout =reduce to 10/20 seconds as the case may be.
>> Site patches and user-agent masking = NO
>> Keep styling in RSS feeds = NO
>> Show feed index = NO
>> Fold linklists = NO
>> Phone number detection = set yes/no depending on your choice
>> Minimum phone number lenght = no need to edit
>> Use bitmap fonts = NO

এবার Save করে নিন।
সবাই ভালো থাকবেন।

যোগ দিন আমাদের ফেসবুক পেজে   ।
» Comments : 0
 

Go to Top

Template Designed by TJ Nahid | Powered by Blogger