Wednesday, February 20, 2013

খুব সহজেই রুট করুন আপনার Symphony W60 অ্যান্ড্রয়েড ফোন !

Wednesday, February 20, 2013

আপনার Symphony W60 অ্যান্ড্রয়েড  মোবাইলটি রুত করতে নিচের প্রক্রিয়া অনুসরণ করুন :



>> প্রথমেই আপনার ফোন এর Settings>Developer Options এ যেয়ে USB Debugging On চালু করুন




>> এখন ফোনটি আপনার পিসিতে কানেক্ট করুন এবং Notification থেকে USB Options এ গিয়ে Media D
eviceটি Select করুন

>> এখান থেকে আপনার ফোন এর Driver-টি ডাউনলোড করে ইন্সটল করুন।


>> তারপর এই সফটওয়্যারটি ডাউনলোড করুন

>> root_mt6575.rar ফোল্ডার-টি Extract করে তার ভিতর থেকে TPsparkyroot.bat ফাইল-টি ওপেন করুন এবং তারপর সফটওয়ারের নির্দেশনা অনুযায়ী রুট করুন ।

>> এ পর্যায়ে আপনার ফোন Restart নিবে। ভয় পাবেন না। প্রায় ৩ বার Restart নেওয়ার পর Root হবে।
 


*** রুট করলে আপনার ফোনের ওয়ারেন্টি নষ্ট হয়ে যাবে ।  
» Comments : 0

১৪ মার্চ স্যামসাং গ্যালাক্সি এস ৪’র মোড়ক উন্মোচন !!!

চলতি বছরের অধিক প্রত্যাশিত এবং অপেক্ষিত পণ্যের একটি স্যামসাং ‘গ্যালাক্সি এস ফোর’। পণ্যটির আনুষ্ঠানিক প্রকাশ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যমগুলোতে। এ মুহূর্তে নতুন খবর বেরিয়েছে আগামী ১৪ মার্চ মোড়ক খুলছে গ্যালাক্সি এস ফোরের। সুত্র মতে, কোরিয়ান জায়ান্ট ফ্ল্যাগশীপ পণ্যটি নিউইয়র্কের এক অনুষ্ঠানে প্রকাশের প্রত্যাশা করছে।

এছাড়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস - ২০১৩ ইভেন্টটি খুবই নিকটে যেটাও ইঙ্গিত বহন করছে গ্যালাক্সি এস ফোর প্রকাশের। যেহেতু স্যাসমাং ফ্ল্যাগশীপ পণ্যগুলো সচারচর ইভেন্টে উন্মোচন করে থাকে।
রাশিয়াভিত্তিক মোবাইল-রিভিউ ওয়েবসাইটের ইলডার মুরতাজিন যিনি ব্লগার হিসেবেও পরিচিত পণ্যটি প্রকাশের দিন টুকেছেন ১৪ মার্চ আর সেই উদ্বৃত প্রকাশ হয়েছে স্যামমোবাইলে। সুত্রটি আরো জানিয়েছে, মুরতাজিন গ্যালাক্সি এস ফোর প্রসঙ্গে সুস্পষ্টভাবে কিছুই উল্লেখ করেনি। কিন্তু নিউইয়র্কের ইভেন্টে প্রকাশের জোর সম্ভাবনার কথা বলেছেন।
উল্লেখ্য, গ্যালাক্সি এস ফোর প্রসঙ্গে গুজবকৃত বৈশিষ্ট্যের তালিকায় রয়েছে- ৪.৯৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে যার পিক্সেলের আকার ১০৮০ বাই ১৯২০, ১.৯ গিগাহার্টজ কুয়ারডকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন, অ্যাডেরেনো ৩২০ জিপিইউ, ২ জিবি ৠাম, এনএফসি ও এলটিই সংযোগ, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, মাইক্রোএসডি স্লট এবং ১৩ মেগাপিক্সেলের মুল ক্যামেরা।

» Comments : 0

Tuesday, February 19, 2013

এবার আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালান আপনার অ্যান্ড্রয়েড ফোনে !!!

Tuesday, February 19, 2013

আজ আপনাদের জন্য হাজির হলাম অ্যান্ড্রয়েড ফোনে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালানোর ট্রিক্স নিয়ে ।
অনেকেই হয়তো প্রক্সি ব্যবহার করে মোবাইলে ফ্রি ইন্টারনেট চালাচ্ছেন ।
কিন্তু প্রক্সি ব্যবহার করে আপনি শুধুমাত্র নির্দিষ্ট Browser দিয়েই ফ্রি ইন্টারনেট চালাতে পারেন । কিন্তু Play Store বা অন্যান্য Browser যেমন : Chrome, Dolphin, Firefox ইত্যাদি দিয়ে ইন্টারনেট চালাতে পারেন না ।

আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম অ্যান্ড্রয়েড ফোনে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালানোর ট্রিক্স !

>> প্রথমে এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করুন ।
>> ফাইলটি আনজিপ করুন ।
>> এর ভিতরের Tun.ko Installer ফাইলটি ইন্সটল করুন ।
>> সুপার ইউজার পারমিশন চাইলে গ্রান্ট করুন।
>> চারটি বক্সেই টিক দিন।
>>  install প্রেস করুন। কিছু সময় অপেক্ষা করুন।
>> মিনিমাইজ করে বের হয়ে আসুন ।
>>  এবার droidvpn ইন্সটল করুন ।
>> এখান থেকে অ্যাকাউন্ট Register করে নিন ।
>> droidvpn এ Email এবং Password দিয়ে Start বাটনে ক্লিক করুন ।
>> নিচের মতো Screen দেখতে পাবেন ।



>> Upgrade Later এ ক্লিক করে মিনিমাইজ করে বের হয়ে আসুন ।
>> এবার উপভোগ করতে থাকুন আনলিমিটেড ফ্রি ইন্টারনেট !!!

ও হ্যাঁ ! আরেকটি কথা , আপনি একটি অ্যাকাউন্ট থেকে দৈনিক ১০০ MB এর বেশি ডাউনলোড করতে পারবেননা ।
দৈনিক ১০০ MB এর বেশি ডাউনলোড করতে চাইলে একাধিক অ্যাকাউন্ট Register করে নিন ।

*** N.B. :
>>   অবশ্যই GP সিম ব্যবহার করুন ।
>> আপনার ফোনটি অবশ্যই রুট করা হতে হবে ।
>> আপনার  SD কার্ডে  tun.ko  নামের একটি ফাইল দেখবেন। এটা কখনোই ডিলিট করবেন না।
>> ইন্টারনেট ব্যবহারের সময় অবশ্যই মোবাইল ডাটা অন রাখুন ।
>> ভালো স্পীড পেতে যেকোনো একটি ইন্টারনেট মিনিপ্যাক ব্যবহার করুন ।
>> সাবধানতার জন্য সিমে কোন টাকা না রাখাই ভালো ।
» Comments : 4
 

Go to Top

Template Designed by TJ Nahid | Powered by Blogger