Thursday, July 26, 2012

কিভাবে নিশ্চিত হবেন আপনার পাঠানো মেইল প্রাপক খুলেছে কি না !!!


কাউকে মেইল পাঠালে প্রাপক সেই মেইলটি খুলেছে কিনা তা প্রেরক জানতে পারে না। বিভিন্ন অ্যাডঅন্স বা টুলস দ্বারা মেইল ট্র্যাকিং করা যায় এর মধ্যে  রাইট ইনবক্স অন্যতম। ফ্রি এই সার্ভিসটি শুধুমাত্র  জিমেইলে এবং মজিলা ফায়ারফক্স গুগল ক্রোম ব্রাউজারে সমর্থন করে।
Add-Ons টি  এই অ্যাড্রেস থেকে ইনস্টল করে ব্রাউজারটি রিস্টার্ট করুন।
এরপরে জিমেইলের কম্পোজে গিয়ে দেখুন Send Now এর পরে Send Later বাটন এবং Track  চেক বক্স এসেছে।



এবার মেইল পাঠানোর আগে  চেক বক্সটি চেক করে সেন্ড করুন। তাহলে মেইলটি সেন্ড হবে এবং Please wait. Email tracking is in progress. ম্যাসেজ দেখাবে এবং ট্র্যাকিং সেট হবে।
ব্যাস প্রাপক মেইল চেক করার সাথে সাথে  support@rightinbox.com  থেকে একটি Email Tracking মেইল আসবে এতে কখন মেইল খুলেছে সেই সময় (টাইম জোনসহ), দেশের নাম, আইপি এবং লোকেশন (গুগল ম্যাপ) ইত্যাদি আসবে।

Share this article :

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোস্ট

     

    Go to Top

    Template Designed by TJ Nahid | Powered by Blogger