Friday, July 27, 2012

কোন সফটওয়্যারের সাহায্য ছাড়াই জানুন আপনার IP Address !!!

আসসালামু আলাইকুম । এখন থেকে কোন সফটওয়্যারের সাহায্য ছাড়াই আপনার নিজের কম্পিউটারের সাহায্যেই আপনি আপনার IP Address বের করতে পারবেন । কোন সফটওয়্যারের সাহায্য ছাড়াই আপনার কম্পিউটার এর সাহায্যে আপনার IP Address বের করতে কম্পিউটারের Run অপশনে গিয়ে cmd লিখে Enter চাপুন
যে Screen চলে আসবে তাতে ipconfig লিখে Enter চাপুন

নিচের ছবির মত আপনার IP Address সহ আরো কিছু তথ্য দেখতে পাবেন :


এখানে IPv4 Address  লেখাটির পরের নাম্বারটি হল আপনার IP Address.
IPv4  কথাটির অর্থ হল Internet Protocol Version 4.

আপনি যদি আরো তথ্য যেমন LAN কার্ড বা MODEM এর MAC Address পেতে চান তাহলে কম্পিউটারের Run অপশনে গিয়ে cmd লিখে  Enter  চাপুন
যে Screen চলে আসবে তাতে ipconfig/all লিখে Enter চাপুন
আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন
সবাই ভালো থাকবেন ।
Share this article :

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোস্ট

     

    Go to Top

    Template Designed by TJ Nahid | Powered by Blogger