আসসালামু আলাইকুম । এখন থেকে কোন
সফটওয়্যারের সাহায্য ছাড়াই আপনার নিজের
কম্পিউটারের সাহায্যেই আপনি আপনার IP Address বের করতে পারবেন । কোন সফটওয়্যারের সাহায্য ছাড়াই আপনার কম্পিউটার এর সাহায্যে আপনার IP
Address বের করতে কম্পিউটারের Run
অপশনে গিয়ে cmd লিখে Enter চাপুন ।
যে Screen চলে আসবে তাতে ipconfig লিখে Enter চাপুন ।
নিচের ছবির মত আপনার IP
Address সহ আরো কিছু তথ্য দেখতে পাবেন :
এখানে IPv4 Address
লেখাটির
পরের নাম্বারটি হল আপনার IP Address.
IPv4 কথাটির অর্থ হল Internet
Protocol Version 4.
আপনি যদি আরো তথ্য যেমন LAN কার্ড বা MODEM এর MAC Address পেতে চান তাহলে কম্পিউটারের Run অপশনে গিয়ে cmd লিখে Enter চাপুন ।
যে Screen চলে আসবে তাতে ipconfig/all লিখে Enter চাপুন ।
আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।
সবাই ভালো থাকবেন ।
No comments:
Post a Comment