অবিশ্বাস্য দামে SYMPHONY W20 - মাত্র ৫,১৫০ টাকা !!!
সাথে ৫০০ মেগাবাইট ইন্টারনেট মাত্র ৬০ টাকা এবং 4 GB মেমোরী কার্ড একদম ফ্রি !!!
কী আছে SYMPHONY W20 এ -
>> Operating System: Android 2.3 Ginberbread
>> 3.5" TFT Capacitive Full Touch
>> HVGA Display
>> Camera: 2MP
>> 1 GHz Preocessor
>> ROM 512 MB & RAM 256 MB
>> Proximity Sensor, G-Sensor, SNS Application
অফারের বিস্তারিত :
সাথে ৫০০ মেগাবাইট ইন্টারনেট মাত্র ৬০ টাকা এবং 4 GB মেমোরী কার্ড একদম ফ্রি !!!
কী আছে SYMPHONY W20 এ -
>> Operating System: Android 2.3 Ginberbread
>> 3.5" TFT Capacitive Full Touch
>> HVGA Display
>> Camera: 2MP
>> 1 GHz Preocessor
>> ROM 512 MB & RAM 256 MB
>> Proximity Sensor, G-Sensor, SNS Application
অফারের বিস্তারিত :
- ৩০ জানুয়ারী থেকে পরবর্তী ঘোষণা পর্যন্ত গ্রামীণফোনের সকল নতুন এবং বর্তমান গ্রাহকগণ সিম্ফনি W20 স্মার্টফোন কিনে এই অফারটি উপভোগ করতে পারবেন।
- যোগ্য গ্রাহকগণ ৬০ টাকায় (ভ্যাট প্রযোজ্য) ৩০ দিন মেয়াদে ৫০০ MB ইন্টারনেট সুবিধা পাবেন।
- অফার চলাকালীন সময় গ্রাহকগণ তাদের নতুন কেনা সিম্ফনি W20 স্মার্টফোন থেকে ৪৭২৪ নম্বরে (ফ্রি) ডায়াল করে ট্যাগ করতে পারবেন। ট্যাগিং এর ৭২ ঘণ্টা পর রেজিস্ট্রেশনের জন্য Y লিখে ৮৪২৬ নম্বরে (ফ্রি) এসএমএস করতে হবে।
- প্রথম ট্যাগিং এরপর থেকে পরবর্তী ৩ মাসে সর্বোচ্চ ১০ বার ৬০ টাকায় (ভ্যাট প্রযোজ্য) ৫০০ MB ইন্টারনেট সুবিধা গ্রহণ করতে পারবেন।
- ৫০০ MB ইন্টারনেট সুবিধা পেতে কাস্টমারকে অবশ্যই বান্ডেলের ফোন এবং সিমটি পরবর্তী ৩ মাস চালু রাখতে হবে।
- একজন ব্যবহারকারী কর্তৃক একাধিক ট্যাগিং সম্পন্ন হলে, প্রথমটিই শুধুমাত্র গ্রহণযোগ্য হবে।
- যদি কোন প্রিপেইড গ্রাহক এক প্যাকেজ থেকে অন্য প্যাকেজে মাইগ্রেট করেন, সেক্ষেত্রে প্রাপ্ত সুবিধাদিও মাইগ্রেট হবে।
- ক্যাম্পেইন চলাকালীন সময়েও একজন কাস্টমার ট্যাগ করতে পারবেন।
- সরাসরি ডায়াল কিংবা এসএমএস এর মাধ্যমে বোনাস চেক করা যাবে। পোস্টপেইড গ্রাহকগণ ব্যালেন্স চেক করতে Entry Data লিখে ৪৭৭৭ নম্বরে সেন্ড করতে হবে (ফ্রি)। প্রিপেইড গ্রাহকগণ সরাসরি *৫০০*৬০# (ফ্রি) ডায়াল করেই ব্যালেন্স জানতে পারবেন।
- কোন প্রিপেইড গ্রাহক এক প্যাকেজ থেকে অন্য প্যাকেজে মাইগ্রেট হলে, সেক্ষেত্রে অব্যবহৃত ইন্টারনেট সুবিধাও মাইগ্রেট হবে।
- চলতি P2 / P3 ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকগণ এই ৫০০ MB ইন্টারনেট সুবিধা নিতে পারবেন না।
- বোনাস প্রদানের সময় কোন সাবস্ক্রাইবারকে বার্ড স্ট্যাটাস পেলে ইন্টারনেট সুবিধা প্রদান করা হবে না।
- পোস্টপেইড এর ক্ষেত্রে অব্যবহৃত ইন্টারনেট ভলিউম চলতি প্যাকেজের সাথে যুক্ত হবে না। মেয়াদ শেষেও নির্দিষ্ট মেয়াদে ইন্টারনেট ভলিউম ব্যবহার করা যাবে।
- প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে অব্যবহৃত ভলিউম চলতি প্যাকেজের সাথে যুক্ত হবে।
- চলতি ইন্টারনেট সুবিধার মেয়াদ যদি ৫০০ MB ইন্টারনেট সুবিধার মেয়াদকাল থেকে কম হলে সর্বোচ্চ মেয়াদকালকেই সময়সীমা হিসেবে ধরে নেয়া হবে। সেক্ষেত্রে চলতি ইন্টারনেট প্যাকেজটি বর্ধিত মেয়াদকালের জন্য অটো রিনিউ হয়ে যাবে।
- মেয়াদকাল শেষ হবার আগেই ৫০০ MB ইন্টারনেট শেষ হলে, মেয়াদের শেষ পর্যন্ত এবং অন্য কোন ইন্টারনেট প্যাকেজ গ্রহণের পূর্ব পর্যন্ত 0.01/10KB হারে চার্জ প্রযোজ্য হবে।
- কোন নন ইন্টারনেট ইউজার (যিনি কোন ইন্টারনেট প্যাকেজের সাথে যুক্ত নন) অফারটি পেলে, মেয়াদকাল শেষে সাবস্ক্রাইবার ডিঅ্যাক্টিভ হবেন এবং ইন্টারনেট ভলিউম ব্যবহার করতে চাইলে 0.01/10KB হারে চার্জ প্রযোজ্য হবে।
- অফারটি বন্ধ করতে STOP লিখে ৫০০০ নম্বরে সেন্ড করতে হবে (ফ্রি)।
No comments:
Post a Comment