Sunday, February 24, 2013

সিম্ফনি আনলো ৪.৩” স্ক্রিনের W80 আইসক্রিম স্যান্ডউইচ স্মার্টফোন !!!

Browse » Home » Category: » Response to Artikel : 1
সিম্ফনি ডব্লিউ৮০ হচ্ছে একটি ৪.৩ ইঞ্চি ডব্লিউভিজিএ রেজুলেশনের (800×480 পিক্সেল) ডিসপ্লে বিশিষ্ট অ্যান্ড্রয়েড ফোন যাতে চলছে অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ। ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসরের পাশাপাশি এতে রয়েছে ৫১২ মেগাবাইট র‌্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। তবে আলাদা মেমোরি স্লটের মাধ্যমে মেমোরি স্টোরেজ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
 
 
ডব্লিউ ৮০ সেটে রয়েছে ০.৩ মেগাপিক্সেল সম্মুখবর্তী ও ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। ডেটা সার্ভিসেস হিসেবে জিপিআরএস, ওয়াই-ফাই ও এজ-এর পাশাপাশি ৩জির উল্লেখ থাকলেও এর মাধ্যমে ভিডিও কল করা যাবে না বলে উল্লেখ রয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ১৮০০ এমএএইচ ব্যাটারি, জিপিএস, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর ইত্যাদি।
 
মূল্য : ১২,৯৯০ টাকা মাত্র । 
 
বিস্তারিত কনফিগারেশন পাবেন এখানে




 
একনজরে এর বৈশিষ্ট্যসমূহ :
 
নেটওয়ার্ক:
  • ২ জি নেটওয়ার্ক : GSM 900 / 1800
  • ৩ জি নেটওয়ার্ক : HSPA 2100 (কিন্তু এটি দিয়ে কোন ভিডিও কল করা যাবে না)
  • Dual SIM (dual stand-by)

ডিসপ্লে:
  • টাইপ: ফুল টাচ স্ক্রিন
  • সাইজ: ৪.৩ ইঞ্চি ডব্লিউভিজিএ রেজুলেশনের (800×480 পিক্সেল)
  • মাল্টি টাচ:  ৫ আঙ্গুলেই ব্যবহার করা যাবে
ক্যামেরা:
  •  ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
  • ০.৩ মেগাপিক্সেল সম্মুখ ক্যামেরা
  •  অটোফোকাস
  • ভিডিও রেকডিং
সাউন্ড:
  • স্পিকার ফোন
  •  3.5 mm অডিও জ্যাক
মেমোরি:
  • ইন্টারনাল:  রম 4 গিগাবাইট,  র‌্যাম 512 মেগাবাইট
  • এক্সটারনাল:   মাইক্রো এসডি, ৩২ গিগাবাইট সাপোর্টেড
কানেক্টিভিটি:
  • জিপিআরএস
  • ইডিইজি
  • ওয়াইফাই 802.11 ওয়াইফাই হটষ্পট
  • ব্লুটুথ ভার্সন 3.0 সাথে A2DP
  • ইউএসবি
পাওয়ার ম্যানেজমেন্ট
  • ব্যাটারি: Li-Ion 1800 mAh
  • স্ট্যান্ড বাই:২১২ ঘন্টা
  • টক টাইম: ৬ ঘন্টা
অ্যান্ড্রয়েড বিষয়ক আরো টিপস ও এক্সক্লুসিভ সব অ্যান্ড্রয়েড অ্যাপস পেতে যোগ দিন এই ফেসবুক পেজে
Share this article :

1 comment:

  1. অনলাইন রেডিও " রেডিও কথা " । রেডিও কথা শুনতে হলে আপনাকে লগিন করতে হবে৷ http://www.radiokotha.com ওয়েবসাইট এ ।

    ReplyDelete

সাম্প্রতিক পোস্ট

     

    Go to Top

    Template Designed by TJ Nahid | Powered by Blogger