Saturday, September 15, 2012

বিভিন্ন দেশে আনলক iphone 5 এর মূল্য !!!

Browse » Home » Category: » Response to Artikel : 0

>> মার্কিন যুক্তরাষ্ট্রে আনলক আইফোন ফাইভের মূল্য শুরু হয়েছে $৬৪৯ মার্কিন ডলার (প্রায় ৫৪,০০০ টাকা) থেকে। এটি ১৬ গিগাবাইট সংস্করণটি। এরপর ৩২ গিগাবাইটের মূল্য $৭৪৯ (প্রায় ৬২,০০০ টাকা) এবং ৬৪ গিগাবাইটের মূল্য $৮৪৯ (প্রায় ৭০,০০০ টাকা)হিসেবে ধার্য করা হয়েছে।

>> যুক্তরাজ্যে ১৬ গিগাবাইটের মূল্য £৫২৯পাউন্ড বা ৭০, ১৩৯ টাকা; ৩২ গিগাবাইটের মূল্য £৫৯৯ পাউন্ড বা ৭৯, ৪২০ টাকা; আর ৬৪ গিগাবাইটের মূল্য £৬৯৯ পাউন্ড বা ৯২, ৬৭৯ টাকা।



>> সিংগাপুরে ১৬ গিগাবাইট আইফোন ফাইভের মূল্য ৯৪৮ সিংগাপুর ডলার হিসেবে ধার্য করায় তা বাংলাদেশী টাকায় পরছে ৬৩, ৫২৮ টাকা। অর্থাৎ মার্কিন বাজার থেকে প্রায় ১০ হাজার টাকা বেশি। ৩২ গিগাবাইটের মূল্য ১০০৮ সিংগাপুর ডলার বা ৬৭,৫৪৯ টাকা এবং ৬৪ গিগাবাইটের মূল্য ৮২, ৯৬২ টাকা।

>> হংকং এর বাজারেও আইফোন ২১ তারিখে মুক্তি পাচ্ছে বলে জানালেও অ্যাপলস্টোরের হংকং সাইটটিতে মূল্য আলাদাভাবে এখনো দেয়া হয় নি। শুধু ১৬ গিগাবাইটের মূল্য এখানে প্রদান করা হয়েছে। সেই হিসেবে আইফোন ফাইভ ১৬ গিগাবাইটের মূল্য হচ্ছে ৫৫৮৮ হংকং ডলার বা ৫৮,৯৮৯ টাকা প্রায়।

তথ্য-প্রযুক্তির আরো আপডেট পেতে যোগ দিন আমাদের ফেসবুক পেজে ।
Share this article :

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোস্ট

     

    Go to Top

    Template Designed by TJ Nahid | Powered by Blogger