Monday, September 17, 2012

মেডিকেল ভর্তি ফরম পূরণ শুরু !!!

Browse » Home » Category: » Response to Artikel : 0
মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০১২-২০১৩ সেশনের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফরম অনলাইনে পূরণ করা যাবে ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে।
আবেদনের শেষ সময় ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট।

এ ব্যাপারে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. শিফায়েতউল্লা লেন, “ সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে। অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করে টেলিটক মোবাইলের মাধ্যমে ৬০০ টাকা নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে।”
ভর্তি আবেদনপত্র পূরণসহ অন্য সব বিষয় গতবারের মতোই রয়েছে বলে জানান তিনি।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টা নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি নোটিশ ডাউনলোড করুন এখান থেকে ।
ইমেজ ডাউনলোড করতে চাইলে এখান থেকে করতে পারেন ।
ভর্তির বিস্তারিত তথ্য পাবেন এখানে
Share this article :

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোস্ট

     

    Go to Top

    Template Designed by TJ Nahid | Powered by Blogger