Friday, September 21, 2012

বাংলা দেখুন Opera মোবাইলে !!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?
আজ আপনাদের সাথে শেয়ার করলাম Opera মোবাইল দিয়ে বাংলা দেখার উপায়।
Symbian মোবাইলের জন্য অসাধারণ একটি ব্রাউজার হলো Opera Mobile.
কিন্ত এটি দিয়ে সাধারণত বাংলা দেখা যায়না।
নিচের পদ্ধতি অনুসরণ করে এখন থেকে আপনার Opera মোবাইল দিয়েই বাংলা দেখতে পারবেন :
# প্রথমে এখান থেকে ফন্টটি ডাউনলোড করে নিন।
# এরপর এ্টি আপনার মোবাইলের E:>System>Apps>Opera Mobile>Fonts2 Folder এ প্রবেশ করান।
# `Fonts2’ Folder এ পূর্বে থেকে থাকা ফন্টটিকে E:>System>Apps>Opera Mobile>Fonts Folder এ Move করে নিন।
# আপনার মোবাইলটি Restart দিন।

ব্যস, এখন থেকে বাংলা পড়তে পারবেন আপনার Opera মোবাইল দিয়েই।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন।
 *** এখানে E বলতে আপনার মোবাইলের Memory Card কে বুঝানো হয়েছে।
(***N.B. : লেখাসমুহ স্পষ্ট নাও হতে পারে। অনেক ফন্ট ভেঙ্গে যেতে পারে।)
Share this article :

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোস্ট

     

    Go to Top

    Template Designed by TJ Nahid | Powered by Blogger