Friday, November 23, 2012

দেশের বাজারে সিম্ফোনী নিয়ে এলো নতুন ট্যাব এক্সপ্লোরার টি-৭ এবং এক্সপ্লোরার টি-৮ !!!

Friday, November 23, 2012

দেশের বাজারে সিম্ফোনী প্রথম বারের মত নিয়ে আসছে তাদের অ্যান্ড্রয়েড চালিত ট্যাবলেট।
প্রাথমিকভাবে তারা দুইটি মডেল বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে ।
এ মডেল দুইটি হল এক্সপ্লোরার টি-৭ এবং এক্সপ্লোরার টি-৮ ।
সিম্ফোনী এক্সপ্লোরার টি৭ ট্যাবলেটটি ৭ ইঞ্চি পর্দা বিশিষ্ট এবং এক্সপ্লোরার টি৮ ট্যাবলেটটি ৮ ইঞ্চি পর্দা বিশিষ্ট ।

আসুন একনজরে দেখে নিই কী কী থাকছে এই দুইটি ট্যাবলেটে :

>> এক্সপ্লোরার টি-৭  :

  • Operating System : Android 4.0.4 Ice Cream Sandwich
  • Display : 7.0” TFT Capacitive Full Touch
  • Display Resolution : WVGA
  • Camera : 2MP Primary+VGA Secondary
  • 1 GHz Dual Core Processor
  • ROM 4 GB & RAM 512 MB (Memory Card Extended up to 32GB)
  • Data Services : 3G,Wi-Fi,EDGE,GPS
  • Motion Sensor,G-Sensor,Accelerometer Sensor
  • Stand by time* : 250 hours (*depend on phone setting,Network)
  • Talk Time* : 3.5 hours (*depend on phone setting,Network)
  • Battery : 3000 mAh

>> এক্সপ্লোরার টি-৮  :



  • Operating System : Android 4.0.4 Ice Cream Sandwich
  • Display : 8.0” TFT Capacitive Full Touch
  • Display Resolution : XGA
  • Camera : 2MP Primary+VGA Secondary
  • 1 GHz Dual Core Processor
  • ROM 4 GB & RAM 1 GB (Memory Card Extended up to 32GB)
  • Data Services : 3G,Wi-Fi,EDGE,GPS
  • GPS, Accelerometer Sensors.SNS application
  • Stand by time* : 250 hours (*depend on phone setting,Network)
  • Talk Time* : 3.5 hours (*depend on phone setting,Network)
  • Battery : 4200 mAh
মূল্য : ট্যাবলেট দুইটির দামের ব্যাপারে এখন পর্যন্ত কোন কিছুই জানায়নি সিম্ফোনী ।
সবাই ভালো থাকবেন ।
ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে ।

» Comments : 0

Friday, November 16, 2012

খুব সহজেই Forward করুন আপনার ফোনে আসা যেকোনো SMS/MMS !!!

Friday, November 16, 2012

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?
আমাদের দেশের মোবাইল অপারেটরগুলো Call Forwarding সুবিধা দিলেও SMS/MMS Forwarding সুবিধা পাওয়া যায়না। তাই এতদিন হয়তো আপনার শখের মোবাইল ফোনে আসা যেকোনো Call Forward করতে পারলেও কোনো SMS/MMS Forward করতে পারছিলেন না ।
কিন্ত এখন থেকে আপনি অনায়াসেই আপনার ফোনে আসা যেকোনো SMS/MMS Forward করতে পারবেন । আর তা সম্ভব হবে একটি APP এর কল্যাণে ।
APP টির নাম হলো SMS Forwarder .

APP টির বৈশিষ্ট্য :
>> এই APP এর সাহায্যে আপনি আপনার মোবাইল নাম্বারে আসা যেকোনো SMS/MMS অন্য মোবাইল নাম্বারে Forward করতে পারবেন ।
>> APP টি সকল Symbian S60 2nd, 3rd, 5th edition and Symbian^3 phone এ Support করে।
>> SMS/MMS Forwarding এর ক্ষেত্রে Standard Charges প্রযোজ্য ।
তো আর দেরি কেনো ? ডাউনলোড করুন এখনি ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ডাউনলোড
*** এই APP টির দুই ধরণের Version আছে – PRO Version এবং Standard Version.
এখানে PRO Version এর ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে ।
» Comments : 0

১০ টি keyboard শর্টকাট !!!


আজ আপনাদের জন্য নিয়ে এলাম কম্পিঊটারের ১০টি প্রয়োজনীয়  keyboard শর্টকাট ।
1. সিলেক্টেড কোন কিছু কপি করতে :  Ctrl + C অথবা,  Ctrl + Insert
2. কপি করা কোন কিছু পেস্ট করতে : Ctrl + V অথবা,  Shift + Insert
3. ডকুমেন্টের কোন পরিবর্তন আগের অবস্থানে ফিরিয়ে আনতে (Undo): Ctrl + Z এবং এর বিপরীত রেজাল্ট পেতে (redo) Ctrl + Y চাপুন।
4. চালু থাকা কোন program/folder এর ভিতর থেকে কোন শব্দ/file খুঁজে পেতে Ctrl + F প্রেস করে কাঙ্খিত শব্দটি লিখে এন্টার দিন।
5. ওপেন করা program গুলো পরিবর্তন/switch করতে : Alt + Tab or Alt + Esc এবং একই প্রোগ্রামের ট্যাব পরিবর্তন করার জন্য Ctrl + Tab
Tip: Adding the Shift key to Alt + Tab or Ctrl + Tab will move backwards, Windows Vista and 7 users can also press the Windows Key + Tab to switch through open programs in a full screenshot of the Window.


6. Single character এর পরিবর্তে সম্পূর্ন কোন শব্দকে একসাথে ডিলিট করতে : Ctrl + Back space এবং Ctrl + Left or Right arrow চাপুন। Ctrl চেপেধরে left or right arrow চাপুন তাহলে প্রতি চাপে কার্সর পয়েন্ট একটি করে শব্দ পাস করবে এর সাথে Shift key যোগ করলে প্রতি চাপে একটি করে word সিলেক্ট হবে।
7. কোন ডকুমেন্ট সেভ করতে : Ctrl + S
8.  কোন ডকুমেন্টের শুরুর পয়েন্টে যেতে Ctrl + Home এবং শেষ পয়েন্টে যেতে Ctrl + End চাপুন।
9. প্রিন্ট কমান্ড দিতে : Ctrl + P
10. ইন্টারনেট ব্রাউজ করার সময় পেইজ স্ক্রল করতে Page Up, Space bar, and Page Down চাপুন।
» Comments : 0

Monday, October 1, 2012

জেনে নিন পৃথিবীর কিছু বিখ্যাত ওয়েবসাইটের প্রতিষ্ঠাতার নাম !!!

Monday, October 1, 2012

>> Google - এর প্রতিষ্ঠাতা: Sergey Brin, Larry Page
 
>> Yahoo - এর প্রতিষ্ঠাতা: David Filo, Jerry Yang

>> Facebook - এর প্রতিষ্ঠাতা: Mark Zuckerberg, Dustin Moskovitz, Chris Hughes, Eduardo Saverin

>> Twitter - এর প্রতিষ্ঠাতা: Evan Williams, Biz Stone, Jack Dorsey

>> Wikipedia - এর প্রতিষ্ঠাতা: Jimmy Wales, Larry Sanger

>> YouTube - এর প্রতিষ্ঠাতা: Jawed Karim,Steve Chen, Chad Hurley,

>> eBay - এর প্রতিষ্ঠাতা: Pierre Omidyar

>> Orkut - এর প্রতিষ্ঠাতা: Orkut Buyukkokten

>> MySpace - এর প্রতিষ্ঠাতা: TomAnderson, Chris DeWolfe

>> Friendster - এর প্রতিষ্ঠাতা: Jonathan Abrams

>> Hotmail - এর প্রতিষ্ঠাতা: Sabeer Bhatia

>> Wikileaks - এর প্রতিষ্ঠাতা: Julian Assange

আপডেটেড তথ্য পেতে যোগ দিন আমাদের ফেসবুক পেজে । 
» Comments : 0

Wednesday, September 26, 2012

স্থায়ীভাবে মুছে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্ট !!!

Wednesday, September 26, 2012

অনেক সময়ই আমাদের অনেকের ফেসবুক অ্যাকাউন্ট থায়ীভাবে ফেসবুক থেকে মুছে দেয়ার প্রয়োজন পড়ে । তাদের জন্যই মূলত আমার লেখা ।
আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি স্থায়ীভাবে ফেসবুক থেকে মুছে এই লিঙ্কে ক্লিক করুন


এবার যে ধাপগুলো আসবে সেগুলো যথাযথভাবে অনুসরন করুন।
ধাপগুলো যথাযথভাবে অনুসরন করা হলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি স্থায়ীভাবে ফেসবুক থেকে মুছে যাবে ।

*** বিঃ দ্রঃ : মনে রাখবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি স্থায়ীভাবে ফেসবুক থেকে মুছে দিলে এটি আর রিকভার করা সম্ভব হবে না।

তথ্য-প্রযুক্তির আপডেট পেতে যোগ দিন আমাদের ফেসবুক পেজে । 
» Comments : 0

Saturday, September 22, 2012

*** কিছু প্রয়োজনীয় ফেসবুক শর্টকাট ***

Saturday, September 22, 2012


ফেসবুক এর এক পেজে থাকা অবস্থায় নিচের শর্টকাটগুলোর মাধ্যমে অন্যান্য Tab এ যেতে পারবেন :

>> Search Box এ যাওয়ার জন্য Alt+ ?

>> নতুন Message লেখার জন্য Alt+M

এটি কেবল Google Chrome এবং Mozilla Firefox ব্রাউজারের জন্য।

>> Google Chrome ব্যবহারকারীরা Facebook এর হোমপেজে যাওয়ার জন্য Alt+1 কমান্ড দিবেন।

Alt+1+Enter কমান্ড Internet Explorer এর জন্য এবং

Shift+Alt+1 হচ্ছে Mozilla Firefox এর জন্য।

>> Profile Page এ যাওয়ার জন্য Alt+2 কমান্ড দিবেন Google Chrome এর বেলায় ।

Alt+2+Enter হচ্ছে Internet Explorer এবং Shift+Alt+2 হচ্ছে Mozilla Firefox এর জন্য।

>> Friend Request এর তালিকা দেখতে Alt+3 কমান্ড Google Chrome এর জন্য,  Alt+3+Enter
কমান্ড Internet Explorer এর জন্য এবং Shift+Alt+3 কমান্ড Mozilla Firefox এর জন্য।

>> Messages ইনবক্স এ যাওয়ার জন্য Google Chrome ব্যবহারকারীরা Alt+4 কমান্ড দিবেন, Alt+4+Enter কমান্ড দিবেন Internet Explorer এবং Shift+Alt+4 কমান্ড Mozilla Firefox এর জন্য।
» Comments : 0

ইন্টারনেটের কিছু সাংকেতিক বার্তার অর্থ !


ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট দেখতে গেলে বিভিন্ন বার্তা চোখে পড়ে।
যেমন 502 Bad Gateway, 404 Not Found403 Forbidden, 400 Bad Request প্রভৃতি ।
এ রকমই কিছু সাংকেতিক বার্তার অর্থ জেনে নিন:

>> 512 Bad Gateway : ওই Website যে সার্ভারে রাখা আছে তা প্রক্সি বা গেটওয়ে হিসেবে চলছিল।
 

>> 413 Request Entity Too Large : ধারন ক্ষমতার চেয়ে বেশী পরিমান Request সার্ভারে পাঠানো হয়েছে ।
 

>> 204 Not Content : ওই সার্ভারে কোন কন্টেন্ট (উপাদান ) পাওয়া যায় নাই।
 
>> 403 For Bidden : সার্ভার অনুরোধ গ্রহন করে নি ।
 
>>404 Not Found : বর্তমানে পাওয়া যাচ্ছেনা তবে পরে পাওয়া যেতে পারে ।
 
>> 410 Gone : বর্তমানে পাওয়া যায়নি এবং পরেও পাওয়া যাবে না ।
 
>> 408 Request Timeout : সার্ভারে অনুরোধের সময় অতিক্রম করলে এই বার্তা আসবে ।
 
>> 400 Bad Request : অনুরোধ কার্য যথাযথ হয়নি ।
» Comments : 1
 

Go to Top

Template Designed by TJ Nahid | Powered by Blogger