Saturday, July 28, 2012

উইকিপিডিয়ার নিবন্ধগুলোকে পিডিএফ আকারে ডাউনলোড করুন অনায়াসেই !!!

Saturday, July 28, 2012

জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার নিবন্ধগুলোকে সহজেই পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) আকারে ডাউনলোড করা যায়।
সম্প্রতি উইকিপিডিয়ায় ধরনের সুবিধা যুক্ত করা হয়েছে।
উইকিপিডিয়ার নিবন্ধগুলোকে পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) আকারে ডাউনলোড করতে উইকিপিডিয়ার ওয়েবসাইটে ঢুকে যে নিবন্ধটি পিডিএফ করতে চান, সেই নিবন্ধের পাতায় ঢুকুন।

এবার বাঁ পাশের প্যানেল থেকে Print/Export-এ ক্লিক করে Download as PDF-এ ক্লিক করুন।
তাহলে Rendering হবে  (PDF তৈরি) এবং Download the File লেখা লিংক আসবে
ওই লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন

যোগ দিন আমাদের ফেসবুক পেজে   ।
» Comments : 0

নিজের অথবা অন্যের IP Address এবং অবস্থান জানুন ইন্টারনেট থেকে !!!

আসসালামু আলাইকুম । আমাদের অনেক সময় বিভিন্ন কাজে নিজের IP Address জানার প্রয়োজন হয় ।  
অথবা এমন হতে পারে- আপনি কারো IP Address জানেন কিন্ত এটির পজিশন (এটি কোন জায়গা থেকে ব্যবহার করা হচ্ছে) জানা প্রয়োজন। আপনি খুব সহজেই এটা জেনে নিতে পারেন। আইপি জানার অনেকগুলা পদ্ধতি আছে। আমি কিছু নিয়ে আলোচনা করব

ইন্টারনেট থেকে নিজের IP Address  জানার উপায় :
ইন্টারনেট থেকে নিজের IP Address জানা বেশ সহজ। আপনি নানা উপায়ে তা জানতে পারেন।
আপনি Google এর সার্চ বক্সে IP লিখে সার্চ করুন, দেখবেন আপনার সার্চ রেজাল্টের শুরুতেই Internet Protocol version 4 লেখাটি এবং এর পাশে আপনার IP Address চলে আসবে। এর পাশে Learn More লিখাটিতে ক্লিক করে আপনি  IP  টি কোথা থেকে ব্যবহার করা হচ্ছে এটা জানতে পারবেন


নিজের IP  জানার  আরো কিছু ওয়েব সাইটঃ



কোন কারনে আপনার কোন IP Address এর পজিশন(এটি কোন জায়গা থেকে ব্যবহার করা হচ্ছে) জানার প্রয়োজন হতে পারে। এর জানার জন্য আপনি এই সাইটিতে গিয়ে সার্চ বক্সে IP Address টি লিখে সার্চ করুন। আপনি যা জানতে চাচ্ছেন তা পেয়ে যাবেন

আশা করি আপনার নিজের IP Address খুঁজে বের করতে আপনাদের আর কোন সমস্যা হবে না
সবাই ভালো থাকবেন ।
» Comments : 1

Friday, July 27, 2012

খুব সহজেই Forward করুন আপনার ফোনে আসা যেকোনো SMS/MMS !!!

Friday, July 27, 2012

আসসালামু আলাইকুমকেমন আছেন সবাই ?

আমাদের দেশের মোবাইল অপারেটরগুলো Call Forwarding সুবিধা দিলেও SMS/MMS Forwarding সুবিধা পাওয়া যায়না। তাই এতদিন হয়তো আপনার শখের মোবাইল ফোনে আসা যেকোনো Call Forward করতে পারলেও কোনো SMS/MMS Forward করতে পারছিলেন না ।

কিন্ত এখন থেকে আপনি অনায়াসেই আপনার ফোনে আসা যেকোনো SMS/MMS Forward করতে পারবেন । আর তা সম্ভব হবে একটি APP এর কল্যাণে ।
APP টির নাম হলো SMS Forwarder .

APP টির বৈশিষ্ট্য :

>> এই APP এর সাহায্যে আপনি আপনার মোবাইল নাম্বারে আসা যেকোনো SMS/MMS অন্য মোবাইল নাম্বারে Forward করতে পারবেন ।
>> APP টি সকল Symbian S60 2nd, 3rd, 5th edition and Symbian^3 phone Support করে।
>> SMS/MMS Forwarding এর ক্ষেত্রে Standard Charges প্রযোজ্য ।


তো আর দেরি কেনো ? ডাউনলোড করুন এখনি ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

*** এই APP টির দুই ধরণের Version আছে – PRO Version এবং Standard Version.
এখানে PRO Version এর ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে ।
» Comments : 0

কোন সফটওয়্যারের সাহায্য ছাড়াই জানুন আপনার IP Address !!!

আসসালামু আলাইকুম । এখন থেকে কোন সফটওয়্যারের সাহায্য ছাড়াই আপনার নিজের কম্পিউটারের সাহায্যেই আপনি আপনার IP Address বের করতে পারবেন । কোন সফটওয়্যারের সাহায্য ছাড়াই আপনার কম্পিউটার এর সাহায্যে আপনার IP Address বের করতে কম্পিউটারের Run অপশনে গিয়ে cmd লিখে Enter চাপুন
যে Screen চলে আসবে তাতে ipconfig লিখে Enter চাপুন

নিচের ছবির মত আপনার IP Address সহ আরো কিছু তথ্য দেখতে পাবেন :


এখানে IPv4 Address  লেখাটির পরের নাম্বারটি হল আপনার IP Address.
IPv4  কথাটির অর্থ হল Internet Protocol Version 4.

আপনি যদি আরো তথ্য যেমন LAN কার্ড বা MODEM এর MAC Address পেতে চান তাহলে কম্পিউটারের Run অপশনে গিয়ে cmd লিখে  Enter  চাপুন
যে Screen চলে আসবে তাতে ipconfig/all লিখে Enter চাপুন
আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন
সবাই ভালো থাকবেন ।
» Comments : 0

Thursday, July 26, 2012

কিভাবে নিশ্চিত হবেন আপনার পাঠানো মেইল প্রাপক খুলেছে কি না !!!

Thursday, July 26, 2012


কাউকে মেইল পাঠালে প্রাপক সেই মেইলটি খুলেছে কিনা তা প্রেরক জানতে পারে না। বিভিন্ন অ্যাডঅন্স বা টুলস দ্বারা মেইল ট্র্যাকিং করা যায় এর মধ্যে  রাইট ইনবক্স অন্যতম। ফ্রি এই সার্ভিসটি শুধুমাত্র  জিমেইলে এবং মজিলা ফায়ারফক্স গুগল ক্রোম ব্রাউজারে সমর্থন করে।
Add-Ons টি  এই অ্যাড্রেস থেকে ইনস্টল করে ব্রাউজারটি রিস্টার্ট করুন।
এরপরে জিমেইলের কম্পোজে গিয়ে দেখুন Send Now এর পরে Send Later বাটন এবং Track  চেক বক্স এসেছে।



এবার মেইল পাঠানোর আগে  চেক বক্সটি চেক করে সেন্ড করুন। তাহলে মেইলটি সেন্ড হবে এবং Please wait. Email tracking is in progress. ম্যাসেজ দেখাবে এবং ট্র্যাকিং সেট হবে।
ব্যাস প্রাপক মেইল চেক করার সাথে সাথে  support@rightinbox.com  থেকে একটি Email Tracking মেইল আসবে এতে কখন মেইল খুলেছে সেই সময় (টাইম জোনসহ), দেশের নাম, আইপি এবং লোকেশন (গুগল ম্যাপ) ইত্যাদি আসবে।

» Comments : 0

এক ক্লিকেই জানুন যেকোনো ফেসবুক পেজের ID, Total Likes, Talking About সহ আরো অনেক কিছু !!!!!!!!


সর্বশেষ তথ্য অনুযায়ী মোবাইলে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাই বেশি ।
বর্তমানে ফেসবুকে পেজ Tag এর হার অনেক বেড়েছে । কিন্ত মোবাইল দিয়ে যেকোনো পেজ ট্যাগ করতে গেলে প্রয়োজন ঐ পেজের ID যা Normally খুজে বের করা সময়সাপেক্ষ ।

আজ আপনাদের সাথে এমন একটি পদ্ধতি শেয়ার করছি যার মাধ্যমে অনায়াসেই আপনি যেকোনো ফেসবুক পেজের ID, Total Likes, Talking About সহ আরো অনেক তথ্য মোবাইলের মাধ্যমেই বের করতে পারবেন ।

এজন্য আপনাকে যা করতে হবে :

** যে পেজের তথ্য বের করা প্রয়োজন username খুজে বের করুন ।
যেমন http://www.facebook.com/itupdates এই পেজের username হল itupdates
** নিম্নোক্ত লিঙ্কের username এর জায়গায় আপনার কাঙ্খিত পেজের username বসিয়ে ক্লিক করুন
** এবার উল্লিখিত লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন ঐ পেজের ID, Total Likes, Talking About সহ আরো অনেক তথ্য ।
» Comments : 0
 

Go to Top

Template Designed by TJ Nahid | Powered by Blogger