Saturday, September 22, 2012

*** কিছু প্রয়োজনীয় ফেসবুক শর্টকাট ***

Saturday, September 22, 2012


ফেসবুক এর এক পেজে থাকা অবস্থায় নিচের শর্টকাটগুলোর মাধ্যমে অন্যান্য Tab এ যেতে পারবেন :

>> Search Box এ যাওয়ার জন্য Alt+ ?

>> নতুন Message লেখার জন্য Alt+M

এটি কেবল Google Chrome এবং Mozilla Firefox ব্রাউজারের জন্য।

>> Google Chrome ব্যবহারকারীরা Facebook এর হোমপেজে যাওয়ার জন্য Alt+1 কমান্ড দিবেন।

Alt+1+Enter কমান্ড Internet Explorer এর জন্য এবং

Shift+Alt+1 হচ্ছে Mozilla Firefox এর জন্য।

>> Profile Page এ যাওয়ার জন্য Alt+2 কমান্ড দিবেন Google Chrome এর বেলায় ।

Alt+2+Enter হচ্ছে Internet Explorer এবং Shift+Alt+2 হচ্ছে Mozilla Firefox এর জন্য।

>> Friend Request এর তালিকা দেখতে Alt+3 কমান্ড Google Chrome এর জন্য,  Alt+3+Enter
কমান্ড Internet Explorer এর জন্য এবং Shift+Alt+3 কমান্ড Mozilla Firefox এর জন্য।

>> Messages ইনবক্স এ যাওয়ার জন্য Google Chrome ব্যবহারকারীরা Alt+4 কমান্ড দিবেন, Alt+4+Enter কমান্ড দিবেন Internet Explorer এবং Shift+Alt+4 কমান্ড Mozilla Firefox এর জন্য।
» Comments : 0

ইন্টারনেটের কিছু সাংকেতিক বার্তার অর্থ !


ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট দেখতে গেলে বিভিন্ন বার্তা চোখে পড়ে।
যেমন 502 Bad Gateway, 404 Not Found403 Forbidden, 400 Bad Request প্রভৃতি ।
এ রকমই কিছু সাংকেতিক বার্তার অর্থ জেনে নিন:

>> 512 Bad Gateway : ওই Website যে সার্ভারে রাখা আছে তা প্রক্সি বা গেটওয়ে হিসেবে চলছিল।
 

>> 413 Request Entity Too Large : ধারন ক্ষমতার চেয়ে বেশী পরিমান Request সার্ভারে পাঠানো হয়েছে ।
 

>> 204 Not Content : ওই সার্ভারে কোন কন্টেন্ট (উপাদান ) পাওয়া যায় নাই।
 
>> 403 For Bidden : সার্ভার অনুরোধ গ্রহন করে নি ।
 
>>404 Not Found : বর্তমানে পাওয়া যাচ্ছেনা তবে পরে পাওয়া যেতে পারে ।
 
>> 410 Gone : বর্তমানে পাওয়া যায়নি এবং পরেও পাওয়া যাবে না ।
 
>> 408 Request Timeout : সার্ভারে অনুরোধের সময় অতিক্রম করলে এই বার্তা আসবে ।
 
>> 400 Bad Request : অনুরোধ কার্য যথাযথ হয়নি ।
» Comments : 1

Friday, September 21, 2012

অপেরা মিনি দিয়েই বাংলা লিখুন মোবাইলে !!!

Friday, September 21, 2012

আমাদের অনেকের মোবাইলেই ম্যানুয়ালী বাংলা লেখার অপশন থাকেনা ।
তাদের জন্যই মূলত: আমার এ লেখা।

মোবাইল ফোনে অপেরা মিনি দিয়ে বাংলা লিখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন :
>> প্রথমে এখানে যান ।

>> এবার Banglish Input Box লেখার নিচের বক্সে আপনার কাঙ্খিত শব্দসমূহ লিখুন ।
>>  এবার Convert Banglish To Bangla লেখাটিতে ক্লিক করুন । 
>> এবার দেখুন আপনার কাঙ্খিত শব্দসমূহ  Bangla Output Box এ দেখা যাচ্ছে । 
>> এবার অপেরা মিনি এর COPY-PASTE   অপশন ব্যবহার করে আপনার কাঙ্খিত শব্দসমূহ COPY করে নিন ।

এভাবে অনায়াসেই  অপেরা মিনি দিয়েই মোবাইলে বাংলা লিখুন।

» Comments : 2

জেনে নিন কিছু File Extensions এর পূর্ণরূপ, আশা করি কাজে লাগবে

আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় ভালো আছেন।
বিভিন্ন সময়ে আমরা নানা ধরণের File Extensions দেখতে পাই, যেমন- JPG, SIS, MP4 প্রভৃতি। আমাদের অনেকের এসব Extensions এর পূর্ণরূপ জানা থাকলেও হয়তো কারো কারো তা অজানা, তাদের জন্যই আমার এ পোস্ট। আশা করি সবার কাজে লাগবে।

নিচে কিছু File Extensions এবং এদের পূর্ণরূপ উল্লেখ করা হলো:

* AVI = Audio Video Interleave
* RTS = Real Time Streaming
* SIS = Symbian OS Installer File
* AMR = Adaptive Multi-Rate Codec
* JAD = Java Application Descriptor
* JAR = Java Archive
* 3GPP = 3rd Generation Partnership Project
* MP3 = MPEG layer lll
* MP4 = MPEG-4 video file
* AAC = Advanced Audio Coding
* GIF = Graphic Interchangable Format
* JPEG = Joint Photographic Expert Group
* BMP = Bitmap
* SWF = Shock Wave Flash
* WMV
= Windows Media Video
* WMA = Windows Media Audio
* WAV = Waveform Audio
* PNG = Portable Network Graphics
* DOC = Document (Microsoft Corporation)
* PDF = Portable Document Format
* IMY = iMelody Ringtone
* M3G = Mobile 3D Graphics
* M4A = MPEG-4 Audio File
* NTH
= Nokia Theme(series 40)
* THM = Themes (SonyEricsson)
* MMF = Synthetic Music Mobile Application File
* NRT = Nokia Ringtone
* XMF = Extensible Music File
* WBMP = Wireless Bitmap Image
* DVX = DivX Video
* HTML = Hyper Text Markup Language
* WML = Wireless Markup Language

» Comments : 1

4SHARED এবং MEDIAFIRE থেকে ডাউনলোড করুন Opera Mini দিয়ে !!!

মোবাইল দিয়ে 4SHARED এবং MEDIAFIRE  থেকে ডাউনলোড করতে পারছেন না ????????
আর কোন চিন্তা নয় । এখন থেকে আপনার মোবাইলের Opera Mini  দিয়েই 4SHARED এবং MEDIAFIRE  থেকে ডাউনলোড করতে পারবেন৷
এজন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন :
:: 4SHARED ::
4shared এর ডাউনলোড লিঙ্ক এর শেষে দেখুন .htm অথবা .html আছে ।
এটিকে পরিবর্তন করে .xhtm অথবা .xhtml এ পরিণত করুন এবং
পেজটি reload করুন ।
ব্যাস, হয়ে গেলো । এবার আপনি পেয়ে যাবেন একটি ডাউনলোড লিঙ্ক । লিঙ্কটিতে ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার কাঙ্খিত কনটেন্ট ।

:: MEDIAFIRE ::
*০ চেপে পেজটি reload করুন এবং কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করুন।
ব্যাস, এবার আপনি পেয়ে যাবেন একটি ডাউনলোড লিঙ্ক । লিঙ্কটিতে ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার কাঙ্খিত কনটেন্ট ।

 ***N.B. : Mobile View unmark করা থাকলে এই পদ্ধতি অনুসরণের প্রয়োজন নেই।
» Comments : 0

বাংলা দেখুন Opera মোবাইলে !!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?
আজ আপনাদের সাথে শেয়ার করলাম Opera মোবাইল দিয়ে বাংলা দেখার উপায়।
Symbian মোবাইলের জন্য অসাধারণ একটি ব্রাউজার হলো Opera Mobile.
কিন্ত এটি দিয়ে সাধারণত বাংলা দেখা যায়না।
নিচের পদ্ধতি অনুসরণ করে এখন থেকে আপনার Opera মোবাইল দিয়েই বাংলা দেখতে পারবেন :
# প্রথমে এখান থেকে ফন্টটি ডাউনলোড করে নিন।
# এরপর এ্টি আপনার মোবাইলের E:>System>Apps>Opera Mobile>Fonts2 Folder এ প্রবেশ করান।
# `Fonts2’ Folder এ পূর্বে থেকে থাকা ফন্টটিকে E:>System>Apps>Opera Mobile>Fonts Folder এ Move করে নিন।
# আপনার মোবাইলটি Restart দিন।

ব্যস, এখন থেকে বাংলা পড়তে পারবেন আপনার Opera মোবাইল দিয়েই।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন।
 *** এখানে E বলতে আপনার মোবাইলের Memory Card কে বুঝানো হয়েছে।
(***N.B. : লেখাসমুহ স্পষ্ট নাও হতে পারে। অনেক ফন্ট ভেঙ্গে যেতে পারে।)
» Comments : 0

Monday, September 17, 2012

মেডিকেল ভর্তি ফরম পূরণ শুরু !!!

Monday, September 17, 2012

মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০১২-২০১৩ সেশনের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফরম অনলাইনে পূরণ করা যাবে ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে।
আবেদনের শেষ সময় ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট।

এ ব্যাপারে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. শিফায়েতউল্লা লেন, “ সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে। অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করে টেলিটক মোবাইলের মাধ্যমে ৬০০ টাকা নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে।”
ভর্তি আবেদনপত্র পূরণসহ অন্য সব বিষয় গতবারের মতোই রয়েছে বলে জানান তিনি।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টা নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি নোটিশ ডাউনলোড করুন এখান থেকে ।
ইমেজ ডাউনলোড করতে চাইলে এখান থেকে করতে পারেন ।
ভর্তির বিস্তারিত তথ্য পাবেন এখানে
» Comments : 0
 

Go to Top

Template Designed by TJ Nahid | Powered by Blogger