Monday, September 3, 2012

ল্যাপটপের সাউন্ড বাড়িয়ে নিন ২০০% পর্যন্ত !!!

Browse » Home » Category: , » Response to Artikel : 1
ল্যাপটপের কম সাউন্ড নিয়ে চিন্তিত ???
নিচের পদ্ধতির মাধ্যমে অনায়াসেই আপনার ল্যাপটপের সাউন্ড ২০০% পর্যন্ত বাড়িয়ে নিন :
>> প্রথমে আপনার ভলিউম বা স্পিকার আইকনের উপর মাউসের কার্সর নিয়ে গিয়ে রাইট বাটনে ক্লিক করুন ।
>> Playback devices লেখার উপর ক্লিক করুন ।
>> এরপর Speakers এর উপর ডাবল ক্লিক করুন ।
>> এবার Enhancement ট্যাবের উপর ক্লিক করুন ।
>> এবার Loudness Equalization এর Check বক্স মার্ক করে দিন ।
>> এবার Apply বাটনে ক্লিক করে OK চাপুন,  ব্যাস কাজ শেষ।

এখন থেকে দেখুন আপনার  ল্যাপটপের সাউন্ড আগের থেকে প্রায় দ্বিগুন বেড়ে গেছে ।
*** যারা VLC Player ব্যবহার করেন তাদের জন্য এই পদ্ধতি ফলদায়ক নয় ।
*** এটি কেবলমাত্র উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য ।
যোগ দিন আমাদের ফেসবুক পেজে ।
Share this article :

1 comment:

  1. আমার স্পীকার এ enhancement tab নেই। সেখানে আছে system effect. আমি কিভাবে বাড়াবো সাউণ্ড ?

    ReplyDelete

সাম্প্রতিক পোস্ট

     

    Go to Top

    Template Designed by TJ Nahid | Powered by Blogger