Saturday, July 28, 2012

উইকিপিডিয়ার নিবন্ধগুলোকে পিডিএফ আকারে ডাউনলোড করুন অনায়াসেই !!!

জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার নিবন্ধগুলোকে সহজেই পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) আকারে ডাউনলোড করা যায়।
সম্প্রতি উইকিপিডিয়ায় ধরনের সুবিধা যুক্ত করা হয়েছে।
উইকিপিডিয়ার নিবন্ধগুলোকে পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) আকারে ডাউনলোড করতে উইকিপিডিয়ার ওয়েবসাইটে ঢুকে যে নিবন্ধটি পিডিএফ করতে চান, সেই নিবন্ধের পাতায় ঢুকুন।

এবার বাঁ পাশের প্যানেল থেকে Print/Export-এ ক্লিক করে Download as PDF-এ ক্লিক করুন।
তাহলে Rendering হবে  (PDF তৈরি) এবং Download the File লেখা লিংক আসবে
ওই লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন

যোগ দিন আমাদের ফেসবুক পেজে   ।
Share this article :

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোস্ট

     

    Go to Top

    Template Designed by TJ Nahid | Powered by Blogger